জলেঝড়ে - জমিতে পড়ে,
         চাষ করেন চাষী ভাই,
থাকি আমরা - আপনজনেরা,
         সুখের কোনো অন্ত নাই ।
রাত দিন - ঘুম হীন,
          করেন তাঁরা চাষ,
খেয়ে দেয়ে - ছেলে মেয়ে,
          সকলে করে বাস ।
রোদ এলো - বর্ষা এলো,
          নেই যে তাদের ঘর,
ভাদ্র গেল - আশ্বিন এলো,
          কেউ বলল না একটা কাপড় পর ।
ছেঁড়া কাপড় - রৌদ্র মুখর,
           নেই তাদের মুখে কোনো কষ্ট,
চাষ করে - মন ভরে,
           সকল সময় কর্তব্যনিষ্ঠ ।
ঘর বাড়ি - বাগান বাড়ি,  
           পটু তারা সবেতে,
চাষে বাসে - বারো মাসে,
           খাটে তারাও রাতেতে ।
একটু খানি - চোখ রাঙানী,
           করেন তাঁরা ঘরে,
এরই মাঝে - কথার খাঁজে,
           আনন্দ পেয়ে মরে ।
তাদের কথা - মনের ব্যথা,
            শুনে বন্ধুজনে,
হেসে হেসে  - ভালোবেসে,
            সুধায় আপনজনে ।
ওদের মত - বন্ধু শত,
            আর যে কেহ নাই,
সবার সেরা - বিশ্বসেরা,
            ওরা যে আমাদের চাষী ভাই ।