সকাল হলেই জিজ্ঞেস করে; - গরু গুলি কোথায় !
লাঙ্গল কাঁধে গরুর সাথে - ওরা যে মাঠে চলে যায় ।
ক্ষেত খামারে করে ফসল - ফেরে তারা সন্ধ্যাবেলা,
শাক-সবজির সাথে ফলায় - আম আনারস পিয়ারা কলা ।
এমনি করে দিন হয় শুরু - আর মাঠে কাটায় সারাদিন,
তাদের তৈরী ফসল খেয়ে - কাটে আমাদের সুখের দিন ।
বড় হবো থাকি বিভোর - এছাড়া আর যে কাজ নাই,
তারা যদি না থাকে - তবে যে মিথ্যা হবে বিশ্বটাই।
তাদের তোমরা যত্ন নিও - খাচ্ছে কিনা ভাই,
বাড়িতে তাদের জ্বলছে কি চুলো - একবার খোঁজ নিও ভাই ।
আমাদের পাশে সবসময় - চাষী ভাই থাকলেই,
সকল স্বপ্ন পূর্ণ হবে - আর দুঃখ থাকবে নাই ।
তাদের কথা স্মরণ করো - একটু সোনাভাই,
অবহেলা করোনা তাদের - তারা যে আমাদের সমাজবন্ধু-কৃষকভাই।