জীবনের সবকটা দিন থাকবো সুখে – যদি প্রকৃতির গান গাই,
সবার সাথে থাকব চিরদিন – আমরা যে সবাই ভাইভাই ।
সবাইকে করি আহ্বান – প্রকৃতিই আমাদের ভগবান ।
প্রকৃতিকে করলে রক্ষা – বাঁচবে স্বপ্ন, কুল-মান ।


বন্ধু, আমি তোমাকে ভালবাসি,
তুমি কি আমায় ভালোবাসো? আর আমি যারে ভালবাসি!
সবুজ আর নির্মল বাতাস চাই যে আমার,
মাথার উপর আকাশ, এটাইতো বিশ্বসংসার ।


তুমি আমাদের আর আমি তোমারই,
তুমি বন্ধু জেনেও - প্রতিদিন তোমায় নষ্ট করি !
নদী-জল, আকাশ-বাতাস, পাহাড়-পর্বত আর গাছ-গাছাড়ি,
দেরি না করে – সবার বন্ধু প্রকৃতিকে প্রাণপন রক্ষা করি ।