কষ্ট করে ফলাও তুমি -  কত শাক আর অন্ন,
সবাই খেয়ে খুশি - এসব আমাদেরই জন্য ।
তুমি তৈরী কর খাদ্য - তাই সকলে হয়েছে সাকার,
তুমি বিনা এ জগত - সত্যি অন্ধকার !


সকাল বিকাল মাঠে খেটে - কর তুমি চাষ,
তোমার তৈরী খাদ্য খেয়ে - করি বসবাস ।


সকলের হৃদয়ে বাস কর তুমি - তাই সবাই ভালবাসি,
ছোট্ট ঘর নয় যে তোমার - তুমি বিশ্বহৃদয়ের অধিবাসী ।
দেশ মাতৃকার পুণ্য সন্তান - হে কৃষক বন্ধু,
চারিদিকে জয়জয়কার হোক  - তুমি যে বিশ্ববন্ধু ।