আজকালের ছেলেমেয়েরা – সবাই চায় চাকরি,
গুরুজনের অনুরোধগুলি;  মুখবেঁকিয়ে বলে স্যরি।
চাকরি চাই মনের মতন – বেতন চাই মোটা,
ভেটকি ইলিশ কিনে খাবে – আর বাগদা গোটা গোটা।

চাকরি পেয়ে বউ আনবে – এই চিন্তায় থাকে,
খুঁজতে যায় ৩৫টা বছর – বাকি কটাদিন আর থাকে।
চাকরি পেয়ে অফিস থেকে – বেতন আনলো ব্যাটা,
প্রেমিকাসুন্দরীকে সে – বেতনের টাকা তুলে দিল সবটা।

বাবার চাই পাঁচটা টাকা – মায়ের চাই দশ,
টাকা চাইতে ব্যাটা বলল – আমার বউ হয়েছে বস।
বসের কাছে চাইতে গেল – বুড়ো বাবামা,
টাকার কথায় গোঁসা করে – তাদের সোনার বৌমা।


এত টাকার দরকার কি – বসে বসে তো খাও !
মানস করার কথা শুনে -বলে; ফালতু ওসব বাদ দাও।
চাকরি পেলো ব্যাটা যে আমার – সাঁই-সত্যপীরের তরে,
মানস করেছি সিন্নি দেবো – গিয়ে হাজীবাবার দুয়ারে।


বৌমা বলে;
ওসব করার নেইযে টাকা – আমার আছে অনেক কাজ,
কুটুম্বের বাড়ি ঘোরো দুদিন – ঘর করব রং আর গোছগাছ।
আশ্রম থেকে বাবু আনব – দিতে হবে লক্ষ ডোনেশান,
নষ্ট হবেনা সোনার শরীর – না থাকবে প্রেগন্যান্সির টেনশান ।


বুড়ো-হাবড়ারা ঘরে বসে –  না করছো ভারী শ্রম!
বেশি বকবক করলে – পাঠিয়ে দেবো পাঁচুর বৃদ্ধাশ্রম!