সকাল সকাল বেরিয়ে পড়েন - মাঠে যাওয়ার জন্য,
কোদাল, কুড়ালি জলপুঁটলি - আর পানের ডিবেটা শূন্য ।
মাঠে গিয়ে বসে পড়েন - অনেক পরিশ্রমের পর,
গালাগালি দেয় খালি দেখে -  সয় না তার যে তর ।
তরতরিয়ে গিন্নি আসেন- হাতে পানের ডিবা,
মুখের ভিতর পানটি গুঁজে - করে দেন স্বামীকে বোবা ।
হেসে হেসে দুটো কথা কয়-  মাঠে স্বামী স্ত্রীর,
পড়শীর গালমন্দের কথা - আর ঘরের হাঁস মুরগির ।
ছাগলের দুটো বাচ্চা হয়েছে - কি রাখবে নাম,
ভেবে ভেবে দুজন রাখে - মঙ্গলী আর শ্যাম ।
দুপুর গড়ায় ঘামে ভিজে - অনেক করে কাজ,
বউ বলে অনেকটা হয়েছে - এবার বন্ধ কর আজ ।
স্বামী বলে, বন্ধ করে - কাজ আছে কি আর,
আমাদের পানে চেয়ে আছে - সারা জগত সংসার ।
গর্বে চোখের জল মুছে বলে - এ স্বামী যে আমার,
আমার স্বামী আছেন তাই - জীবন যাত্রা চলছে সবার ।