আমি তরল, আমি সবল,
আমি সকলের প্রিয় – যেমন টাটকা ফল।
ভালবাসি আমি সবাইকে,
বাদ দেইনা কাউকে।
সে উদ্ভিদ হোক বা প্রাণী,
আপন সবাই - আমি জানি।

সবাই আমার সহোদর ভাই,
আমার কোনো জাতপাত নাই।
আমি ছাড়া প্রাণ নাই -
এমন অহংকার আমার নাই।
আমাকে রাখবে যেখানে,
তার মত থাকব সেখানে।

শরীর আমার স্বছ - সরল আমার অঙ্গ,
নাই আমার রাগ - না আছে রং।
সময় করে ধরে রাখো - লাগবো আমি কাজে,
অপচয় বন্ধ করলে - ক্ষতি কারুর হবে না যে।
আমায় যারা ভালবাসবে - রাখবে নিজের পাশে,
থাকবে তারা খুশি হয়ে - সবাই সবার দেশে।