আমি সৃষ্টি হই পাহাড়ে,
এঁকে বেঁকে চলে যাই - বহু দূর গড়ে।
যেতে যেতে বেড়ে যায় - আমার বহর,
সৃষ্টি হয় মাঝে - কত গ্রাম-গঞ্জ, নগর।  
আশপাশের কত জল - বেয়ে আসে বুকে,
থাকিনা কোনখানে - চলে যাই বেঁকে।
চলার পথে জমা হয় - কত আবর্জনা,
নাশ হয় কত প্রাণ - না থাকে ঠিকানা।
কোথাও আবার প্লাবিত করি - হয়ে যায় বন্যা,
কোথাও আবার সবুজ-জঙ্গল - ক্ষেত শষ্য-শ্যামলায় ধন্যা।
আমারই পাশে তৈরী হয় - কত ব-দ্বীপ, দেশ-রাজ্যের সীমানা,
আমার পথ যেখানে শেষ হয় - সবাই বলে; এ নদীর মোহনা।
জল আমার শরীর - স্রোত আমার রক্ত,
উন্নয়নের বিশ্বায়নে - করছে আমায় বিষাক্ত।
জীব আমায় পান করে  - চলে জীবন ধারা,
নষ্ট করে চলছে সব - পড়ছে প্রাণী মারা।
সকল প্রাণী থাকবে সুখে - বাঁচায় যদি আমায়,
জীবনী শক্তি ফিরে পাবো - শস্য শ্যামলায়।