বৃদ্ধজনে ভালোবাসো – গুরুজনে ভালোবাসো,
শিশুদের ভালোবাসো – আপনজনে ভালোবাসো ।
শত্রুজনে ভালোবাসো – মিত্রজনে ভালোবাসো,
দুঃখীজনে ভালোবাসো – প্রতিবন্ধীজনে ভালোবাসো ।
সমাজকে ভালোবাসো – দেশকে ভালোবাসো,
প্রকৃতিকে ভালোবাসো – সবাইকে ভালোবাসো ।
একে, তাকে সবকে ভালোবাসো ! -  এ কী ষড়যন্ত্র !
এটাই কি ভালো থাকার - পাসওয়ার্ড না মহামন্ত্র !!


কেন এত ভালোবাসা ?  উহ! আর পারি না বাবা !
শত্রু হয় তো একমিনিটে !  কষ্ট নাই, বসাও একটা মাত্র থাবা।
ব্যাস এতেই কাহিল –  হবেনা আর দীর্ঘ সময় নষ্ট,
ভালবাসার মায়াজাল! –  রাস্তা অনেক! আর বহু কষ্ট!


এটা এমন কি কাজ? এতই কি জরুরি?
এতো অস্ত্র হয়েছে – ওটার কি হয়নি তৈরী ?
ফটাফট করে বাগিয়ে নেবো – অস্ত্র দেখিয়ে,
যে না দেবে ভালোবাসা-তাকে দেবো মুহুর্তে উড়িয়ে।


আছে আমাদের - এ.কে ৪৬, গ্রেনেড, কামান,
নিউক্লিয়ার বোমা, আর অনেক পাইপগান !
কতকি আছে - বিরাট ভান্ডার এ ধরায়,
লেখকদের কথা মেনে, দেশনেতার কথা শুনে -
শত্রুর অস্ত্র হয়েছে কি ভোঁতা – ভালবাসার গান গাওয়ায়?