রক্ষে করো কালীমাতা - তোমায় দেবো জোড়া পাঁঠা,
ভাবছি আর একটা বিয়ে করে - বিদায় করবো পুরনোটা।
ঠান্ডা মাথায় চিন্তা করো মা - লাভ হবে তোমারি,
একটা করি বা দুইটা করি - ক্ষতি হবে তো শুধু আমারি।


বছর বছর বিপদ আসবে - মন্নত করবো তোমার কাছে,
পেট খালি হবে আমার - ভরবে তোমার বলির পাঁঠা আর মাছে।
সতীনদের ঝগড়া মেটাতে - বিক্রি হবে সামনের ধানি  মাঠটা,
তাইত বলি; আশীর্বাদ করো - বিয়ে করি যেন চার পাঁচটা।


পুরনোটাকে বিদায় দিয়েছি এমনি - এটাকে দেবো জমি এক কাঠা,
আর একটা সুন্দরী পেয়ে - তোমায় দেব দশভরি সোনার গয়না একটা।  
বিপদ  জেনেও সাধ হয় আমার  - বিয়ের কনে যেন পাই আর একটা,
মাগো, মুছে দাও আমার মাথা থেকে - ভবিষ্যতে দুঃখ জানার শক্তিটা।


** সমাজ সচেতনতার উপরেই বেশি লেখালিখি করি, আমি । উদ্দেশ্য একটাই - আমরা সবাই সবাইকে ভালোবেসে সুখে থাকি - আনন্দে থাকি। সুখে থাকার আর একটি অঙ্গ হাসি ও মজা। গত সপ্তাহে কবিতার আসরে হাসি ও মজার কয়েকটি কবিতা পেয়েছিলাম। কবি শান্তনু ব্যানার্জী'র একটি কবিতা - হ্যাম গরীব আদমী  হ্যাঁয়" আমার খুব ভালো লেগেছে। তাই আজ একটি মজার কবিতা (শুধুমাত্র হাসির উদ্দেশ্যে) আসরে প্রকাশ করছি এবং এই কবিতাটি আমি কবি শ্রী শান্তনু ব্যানার্জী মহাশয়কে উত্সর্গ করছি।