হাঁটি হাঁটি দিন - পায়ে পায়ে তিন ।
ভেঙ্গে ভেঙ্গে হাড় - চিবিয়ে সাবাড় ।
পেট ভরে খাও -  তৈরী হয়ে নাও ।
সাগর তরী মাঝে - ঘুরে এসো সাঁঝে ।
ওগো বধু সুন্দরী - তুমি মোর মাধুরী ।
বউ যে বড় লাজে - স্বামী যায় না কাজে ।
পরো তুমি শাড়ি - যেওনা বাপের বাড়ি ।  
দেবো তোমায় চুড়ি - ভেঙ্গনা তাড়াতাড়ি ।
মনের কথা বল  - আর আস্তে আস্তে চল ।
সত্যি কথাটা বলো  -  তোমারকি হয়নি ষোলো ?
ওগো বউ শোনো - রাগ কর কেনো  !
ভালোবাসো সবারে - জড়িওনা কাঁটাতারে ।
কত বলি কথা  - দুষণে সারেনা ব্যথা ।
করি কত রঙ্গ - ছাড়ব না সঙ্গ ।
থাকবো দালানে - দুলবো দুজনে ।
দেখব কত শহর - গ্রাম গঞ্জ নগর ।
দেশটা আমার ই - ভাবতে পারো তোমার ই  ।
ভালবাসি তোমাকে - তুমি জানাও আমাকে ।
রাখে হরি মারেকে - ভালোবাসবো সবাইকে ।
সারাদিন লিখি  -  করি আঁকিবুঁকি ।
এটাই আমার ছড়া  - পড়ে দিও সাড়া ।
কাজ আমার একটাই - সবই ভুলে যাই ।



* কবি সারাদিন নানাকথা ভাবে আর লেখালিখি করে।  মনের কথা লেখনীতে উজাড় করে।
   কবি থাকে আপন ভাবে কবির মরণ নাই - তাই কবির সঙ্গে কারুর কোনো তুলনা নেই।  


** আমার এই কবিতা যদিও হাস্যরসের নয়, কেননা রম্য রচনা বা হাস্যরসের কবিতা আমি লিখতে পারিনা।  তবুও একটু চেষ্টা করেছি কল্যানীয়া কবি শ্রাবনী সিংহ মহোদয়া'র অনুরোধে।  এই কবিতাটি কবি শ্রাবনী সিংহ মহোদয়াকে উত্সর্গ করছি।