মনটা বিষাদে ভরে গেল।
প্রশ্ন করি মনে - দুঃখ কি আছে ?
কোনো অভিমান কি আছে ?
রাতে স্বপ্নটা দেখে মনটা বিষাদে ভরে গেল।


কবি হওয়া কি এতই সহজ !
যা খুশি তাই লিখতে পারো ?
সত্যি ! স্বপ্নটা দেখে মনটা বিষাদে ভরে গেল।


কবি হবে, দুঃখ-সুখের কথা ভরা কবিতা হবে,
প্রেম, বিরহ-বেদনার কথা হবে, সাথে প্রিয়জন-স্বজন হারানোর,
থাকবে কৃষক,দরিদ্র, শ্রমজীবি'র কথা,
থাকবে প্রকৃতি, মনুষ্যত্ব আর মানবিকতা বোধের কথা,
থাকবে সমাজ সচেতনতার কথা, মনের কথা
আর ভালবাসা - ভালোলাগার কথা ।
এই নিয়েই তো  - কবির কবিতা।


দূর ! ছাইপাশ লেখা - কবি'র কবিতা !
সুখের স্বর্গে থাকতে হলে - কি বিষিয়ে দেওয়া যায় !
পরজন্মে - কে কত দুঃখ পাবে, এখন থেকে চিন্তা করে কি সময় নষ্ট করা যায় !
সে সব দুঃখের স্বপ্ন কেন শুধু কবিরাই দেখতে পায় ?

আসো যদি এসো - তবে এত দুঃখ কেন আসো?
সুখের স্বপ্নে নৌকা নিয়ে সাতসমুদ্রে ভাসো,
আর যদি আসবেই - তাহলে সময় নিয়ে কবির কাছে এসো,
সঙ্গে এক চামচ মধু নিয়ে এসো।
প্লিজ ! এবার থেকে স্বপ্নে - এক ভাঁড় মিষ্টি এসো।


** কবিগণ আজকাল দিনে রাতে খুব দুঃখের স্বপ্ন দেখতে থাকেন। সমাজটা কেমন চলবে - নেশা-ড্রাগ, জনবিস্ফোরণ, মুদ্রাস্ফীতি, দুর্নীতি, দারিদ্র, বেকারত্ব, প্রকৃতি রক্ষা, পরিবেশ দূষণ, খাদ্য সংকট, সন্ত্রাসবাদ নানান চিন্তা।   এছাড়া প্রেম বিরহ-বেদনা, স্বজন- প্রিয়জন হারানো তো রয়েছেই। শুধু বিষাদের স্বপ্ন।