মা, আমরা এখানে সবাই ভালো আছি,
আশাকরি তুমি ভালো আছো,
অনেকদিন পরে তোমার কথা মনে পড়ে গেল,
এবছর বৃষ্টি হয়েছে ভালো। কোথাও কোথাও বন্যা হয়েছে -
মানুষের একটু কষ্ট হয়েছে -  তাও সবাই আছে ভালো।
চারিদিকে ধানক্ষেত-পানক্ষেত সবই সবুজ সবুজ মাঠে ভরা,
ফসল ভালো হয়েছে, তাই রয়েছি আনন্দে আমরা।  


মনে পড়ে আজি হতে পঁচিশ বছর আগের কথা,
তোমার সুবর্ণ জন্মজয়ন্তী বছর ছিল, সেই বছরেই বিদায় নিলে,
তখন আমি সদ্য পাশ করে মাত্র দুটি বছর চাকরি করছি,
অভাব অনটন, দূর হতে শুরু করেছিল সংসারে।
তোমার গয়না ছাড়িয়েছি ব্যাঙ্ক থেকে,
তুমি বললে; তোমার গয়না নাকি আমি,
আমি ভালো থাকলে, ভালো থাকবে তুমি ।
সেকথা ভুলিনি আমি আজও - মনে রেখেছি অন্তরে।


জানো, আমার এখন দুটো ঠিকানা, দেশের বাড়িটা সারিয়েছি,
আর শহরে একটা ডাবল বেডের ফ্ল্যাট নিয়েছি।
বাবু-সনুরা এখন বড় হয়েছে, কমার্স - আর্টস নিয়ে ভালো পড়াশোনা করছে,
ওদের এখন দুটো মোবাইল, চ্যাটিং সারাক্ষণ,
বাড়িতে টিভি আছে, তাতে সময় পাশ করে ওদের মা,
এখন জল গরম করতে হয়না, বাথরুমে গীজার আছে।
মোটর সাইকেলে ভয় করে - তাই ন্যানো নিয়েছি,
ওতে আমাদের চারজনের সুন্দর চলে যায়।


একটা কথা বলা হয়নি,
এখানে রাস্তা ঘাট খুবই সুন্দর, নলে জল আসে বাড়িতে বাড়িতে,
বিজলী বাতি ঘরে ঘরে - লোডশেডিং নেই একেবারে,
শপিং মল, পিত্জা হাট চারিধারে।
বিউটি পার্লার, মিউজিক হেভেন,
দোকানপাট নানা রকমের, ব্যাঙ্কের কাজ সব মোবাইলে,
বেশ সুখে আছি, কষ্ট বেশি নেই, তুমি যেমনটা চেয়েছিলে।
পুজোতে নতুন জামাকাপড় কিনি,
ঈদ, দুর্গোপুজো, বড়দিনে আনন্দ করি,
সকল উত্সবে একসঙ্গে থাকি -  
সবাই ভালো থাকুক এই কামনা করি।

আমার চিঠি লেখার পঁচিশটা বছর পূর্ণ হলো,
প্রতি বছর এইদিনে তোমায় পাঠাই,
পাশে আছে মা গঙ্গা - তার হাতে চিঠি দেই।
মন্দিরে গিয়েছিলাম - পুজো দিতে,
তোমার হীরক জয়ন্তীতে - জন্মদিনের শুভেচ্ছা রইল,
ভগবানের কাছে প্রার্থনা করে বলেছি - সবাইকে ভালো রেখো,
আমরা সবাই ভালো আছি - তুমি ওখানে ভালো থেকো।
তুমি জনম দিয়েছ আমারে - তাই আজ এত সুনাম,
আজ তোমার জনমদিন, তোমায় জানাই শতকোটি প্রনাম।


** ইতিপূর্বে উদ্যমী কবি শিমুল শুভ্র মহোদয়ের অনুপ্রেরনায় এবং অ্যাডমিন মহোদয়ের সহযোগিতায় আমি কয়েকটি মা বিষয়ক কবিতা আসরে প্রকাশ করেছি।  আমার প্রিয়ভাজন কবিগণ আমাকে উত্সাহিত করেছেন। তাতে আমি ধন্য। কয়েকটি দুঃখিনী মায়ের কথা ছিল। কিছু দুঃখ ও বেচেছিলাম। প্রিয় কবি অনিরুদ্ধ বুলবুল মহোদয় আমাকে অনুরোধ করেছিলেন; দুঃখের পসরা নিয়ে অনেক দুঃখ বেচলেন, এবার একটু  সুখ লাভের আশাতো করি । তাই এই কবিতাটি প্রিয় কবি অনিরুদ্ধ বুলবুল মহোদয়কে উত্সর্গ করছি।


** আমরা সবাই সবার সাথে মিলেমিশে সুখে থাকি - মঙ্গলময়ের কাছে এই প্রার্থনা করি।