প্রতিদিন যত খাই -
        আরো বেশি তত চাই,
             রোজ রোজ কত খাই, টক ঝাল মিষ্টি ।
                     চচ্চড়ি ঝাল চাটনির নিত্য নুতন সৃষ্ঠি ।


তবু রসনা'র হয় না তৃপ্তি -
          খাওয়ার বাসনায় থাকে খামতি ।
               রকমারি স্বাদের চিকেন মিটের নাই জোড়া,
                      মাছ ভাজার সঙ্গে চিংড়ি - ডালের বড়া ।


এসব তো গেল আদ্যি কালের খাদ্য,
  এখন চাই নুডুলের চাউ পাউ আর সঙ্গে এসি’র গুম-গাম বাদ্য ।
          এই পেটে সব চাই - সব সময় নাই নাই.
                খাওয়া পেটে খাবার চাই - খিদের কাছে আপন নাই ।
    
খেয়ে খেয়ে শেষ হবে – গাছ, পেট্রল-কয়লা ।  
       চারিদিকে জমে যাবে হিংসা - দুষণ - ময়লা ।
             এখন থেকে খাই খাই হবে কমাতে -----
                   তাহলে - পারব আমরা পৃথিবীকে বাঁচাতে ......