আমার অনেক সময় আজ,
ভাবছি, কি করি কাজ।
দাঁত মেজে বুবু'দের বাড়ি যাব,
সকালের নাস্তাটা ওখানেই সেরে নেব।
আমার সাইকেলটা খারাপ আছে,
ওদেরটা নিয়ে যাব মাঠে।


আজতো ছুটি, ওখানে সারাটা সকাল খেলব,
ফুটবল, হা-ডু-ডু, ব্যাটমিন্টন, নাহ! প্রথমে দৌড় লাগাব।
নদীর ধারে বসব বিকেলে, চ্যাটিং করব তখন,
না, না, বঁড়শী দিয়ে মাছ ধরব মনের মতন।
বড় বড় মাছ রেখে ছোটগুলো ছেড়ে দেব,
আজকের দিনটা কাটবে ভালো - কারণ ফিস ফ্রাই খাব।


ভেবেছিলাম, দেখব আজকের ম্যাটিনিশোটা,
মারকাট সন্ধ্যা'র শো'তে, তাই ক্যানসেল প্যানপ্যানানিটা ।
ব্রুসলী - জ্যাকি, ওরা এখন দিচ্ছে ফাঁকি,
ভাই, আজ আমি ব্যস্ত - চ্যাটিংটা এখন রাখি।


আহা !  কি দু:সাহসী মনে হচ্ছে আজ,
উহ! কি করি, কি যে করি আজ,
ভগবান! সাইকেলটা আচ্ছা রেখো -
আজকের দিনটার কি যে সুখ -  বারবার আসতে থাকো।  
রাস্তায় যেন আজ আটকা না পড়ি জ্যামে,
বুবাই'র মেসেজ: আরে ভাই, বিছানা থেকে ওঠো'তো প্রথমে।