হ্যালো, হায় ! আছোতো লাইনে,
হ্যাঁ। ড্রাইভ করো, দেখে সামনে।
লেফট, লেফট  নাও একটু আগে,
মন্দিরটা থেকে একটু আগে -
যেখানে ভিখারীগুলো পয়সা মাগে।
ব্যাস দেখো, ওখানে যে হলুদ টপ পরে আছে,
ওটা আমার বন্ধু স্নেহা আছে।
ওকে পিকআপ করো, আমি বাস স্ট্যান্ডে আছি,
ওহ! বুলশিট, ডিস্কানেক্ট হয়ে গেছি।


হায় এমকে! কাঁহা হো তুম ভাই,
আরে মত বোল ইয়ার, ব্যাটারি খতম হো গেয়ি।
আয়সা রাখতা হ্যায় কিঙ্যু তুমনে,
যো চলতা হ্যায় নেহি দো-দিন সামনে।
ঠিক হ্যায় বাবা - ফেকহি দুঙ্গা,
নয়ী আয়ি হ্যায় - স্মার্ট এনরয়্ড এক লুঙ্গা।


মোনা, হোয়ার আর ইউ ডার্লিং,
আই আম অন রোড, কার ড্রাইভিং,
প্লিজ কাম ফাস্ট টু মাই অফিস,
উই উইল গো টু বার, দেন উইল কিস।
ওকে, আই আম কামিং ইন টু মিনিটস,
আফটার শপিং দ্য উইয়ার অব মাই কিডস।
থ্যাঙ্কস.....


***
বিভিন্ন সময়ে বিভিন্ন উপায়ে আমাকে বহুগুণী ব্যক্তি লেখায় উত্সাহিত করেছেন এবং করছেন।  তাঁদের শ্রী চরনতলে শতকোটি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি। মোবাইল চ্যাটিং -১ কবিতাটি পাঠ করে আঞ্চলিক ভাষার বিশিষ্ট কবি শ্রী অরূপ গোস্বামী মহোদয় আমায় উত্সাহিত করেছেন - আরো লেখার।  এই কবিতাটি পরম শ্রদ্ধেয়  প্রিয়কবি শ্রী অরূপ গোস্বামী মহোদয়কে উত্সর্গ করছি।