হায় ড্যাড ! একাউন্টে ট্রান্সফার করো বিশ হাজার,
কেন ! তোমার হোস্টেল খরচ তো দশ হাজার ।
তোমাকে জানাই নি ড্যাড, আমি এ মাসে পার্টি দেবো,
ক্যায়া বাত মেরে লাল - কিছু খুশখবর কি পাবো ।
নো ড্যাড, আমি প্রেমে'র বেট'এ  হেরে গেছি,
তাই এই পার্টিটা - বন্ধুদের জরিমানা ভরছি ।


কিঙ্যু ভাই, মোনা-টিনা-রেহানা কি বাদ গেল,
ড্যাড, ওরা পয়সার পেছনে ভেগে গেল।
কী বলছ ! দুবাই'তে খবরটা পাঠাই,
হারামজাদী'দের করবে ফিশ ফিশ টাই ।
ভাইকে বললে - ওরা উঠাতে দেরি করবেনা,
যা পারো করো ড্যাড, আমার দেরী সয় না ।
কত দরকার - এখুনি পাঠাব,
এখন বিশ'ই দরকার বেট 'এ হারা'র পার্টিটা দেব ।


*  অভিভাবক যদি প্রশ্রয় দেবে,
      সন্তানের ভালো হওয়াটা কার কাছে শিখবে ।
         আদর্শ ছেলে হবে কবে ?
             দুনিয়া ফার্স্ট চলছে - এমনি কি চলবে আর চলতে থাকবে ...


* এই কবিতাটি প্রিয়কবি সাবলীল মনির মহোদয়কে উত্সর্গ করছি ।