মুক্তিপণ:
হ্যালো বিকে, দো খোকা ভেজ দে,
আদমী ভেজ, নেহিতো কাঁহা ভেজু বোল দে।


গলতি মত করনা, ভেজতা হুঁ পটকা,  
বিগড়গয়া তো দেগা এক ফটকা।
নেহি ভাই, মুঝে জীনা হ্যায়,
বকওয়াস মত কর, তুঝসে জুর্মানা দো খোকা লেনা হ্যায়।


সন্ত্রাসবাদী:
দিতে হবে একশ কোটি - আর সাত জনের আজাদী,
হবেনা সবটা -   একশ ঠিক আছে - কিন্তু তিন বাদী।

কমান্ডার, বিল্ডিং ঘিরে নিয়েছে মিলিটারী,
সিগন্যালের পরে -উড়িয়ে দে তাড়াতাড়ি।


লঞ্চার তো একটা, কোথায় ছাড়ি,
জালিয়ে দে ওদের সব ঘরবাড়ি।


আমাদের পুলিয়া শেষ হয়ে আসছে,
মনে রাখ - ওরা তোদের মারতে আসছে।


বায়না:
মম, আজ যদি করি পড়াশুনা, কী দেবে বলোনা,
হোম ওয়ার্ক কর, চ্যাটিং করিসনা,


মম, তুমি খুব পালটি খাচ্ছো,
বার বার কথার খেলাপ করছো।
আমি কি বানর, যে এমনটি করব,
তুমি কি, তা তুমিই জানো - আমি কি আর বেশি বলব।



* দুনিয়া চলছে ফার্স্ট, এরকম চলতে থাকবে,
          বিপদ বাড়বে আর আন্তরিকতা কমবে,
                          এইভাবে চ্যাটিং কী চলতে থাকবে......


  ** এই কবিতাটি প্রিয়কবি শ্রী শান্তনু ব্যানার্জ্জী মহোদয়কে উত্সর্গ করছি।