ছেলে করে প্রশ্ন; বলোতো বাবা
সীমানা কাঁটাতারে কেন ঘেরা ?
বাবা বলে; বিপদ থেকে রক্ষা করে
পারেনা ঢুকতে অনুপ্রবেশকারীরা।
  
ছেলে বলে; গড তো সৃষ্টি করেছে
এই সুন্দর প্রকৃতি আর নানা বিস্ময়ে ভরা দুনিয়া,
বিপদ থেকে বাঁচাতে উনি কেন
কাঁটাতার দিয়ে বেড়া দেন না।  


আমরা কি নই অনুপ্রবেশকারী !
আমরা যারা পরিবেশ দূষণ করি।


* এই কবিতাটি প্রিয়কবি শ্রী সৌমেন ব্যানার্জী মহোদয়কে উত্সর্গ করছি।