অনেক কিছু দিয়েছ, তুমি মাতৃভূমি আমায়,
মাতৃভাষায় গর্বিত আজ - মাতৃরুপিনী এই ধরায়।
দিনগুলি কেটে গেল, ভাবি; এই সেদিন তো জন্মালাম,
স্নেহ, প্রীতি, ভালোবাসা আর অনেক আশীর্বাদ পেলাম।
কত শত বন্ধু দিয়েছ আমায় - তাঁরা যে অনেক মহান,
প্রণমী তোমায় মাগো, আমি জন্মে ভাগ্যবান।


ধন্য আমি, ধন্য তুমি, সৃষ্টি করে এই আসর,
বন্ধু হয়ে হৃদয়ে আছি কত দেশ-দেশান্তর।
কত জনের ভালোবাসা আর স্নেহ পেয়ে,
জীবন নৌকা চলে মহাসমুদ্রে পাল টাঙিয়ে।


জমিটা হয়েছে উর্বর আর চাষের উপযোগী,
দিনেতে দেখা হয়, শুভ সকালে ভালোবাসা পেয়ে জাগি।
বয়স হলো পঞ্চাশ, করেছি ভালবাসার চাষ,
কবিতার আসর পূণ্যভূমি -  সকলে করি সকলের হৃদয়ে বাস।


* বাংলা কবিতা আসরের অ্যাডমিন ও সকল প্রিয়কবিদের আমার প্রনাম, প্রীতি, ভালোবাসা, নমস্কার ও বিনম্র  শ্রদ্ধাজ্ঞাপন করি।


** এই আসরের প্রতিষ্ঠাতা, পরিচালক, ব্যবস্থাপক, কবি ও লেখক-লেখিকা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করি।