বলোতো বাবা, তুমি দেখেছ সৃষ্টিকর্তাকে,
মিথ্যা বলি কি করে তোমায় - কেউ দেখেনি তাঁকে।
তাহলে কেন এতো জাতপাত - ছোঁয়া-ছুঁই ভেদাভেদ,
সৃষ্টিকর্তা বানিয়েছে মোদের - করেনি কোনো প্রভেদ।


দেখলাম সেদিন বাবলুকে -  মুচি'র ছেলে বলে;
সবার সাথে খেতে দেয়নি - আমাদেরই ইস্কুলে।
আমার মনে কষ্ট হলো - তাকে অসহায় দেখে,
চলে এলাম না খেয়ে - বারান্দায় খাবার রেখে।

মুচি আমাদের জুতো বানায় -  সমাজবন্ধু তিনি,
তারই ছোঁয়া জুতো পরে - সমাজে মান-সম্মান কিনি।
ধরায় সবাই জন্ম নিয়েছে - আইনে সমান জানি,
কাজ ফুরোলে তাঁকে আমরা - অস্পৃশ্য কেন মানি?


তাহলে বলোতো বাবা - এত উঁচ-নীচ ভেদাভেদ কেন,
মানুষ মানুষের প্রতি - এত ভালোবাসাহীন কেন!
একদিন না একদিন জবাব দিতে হবে - সৃষ্টি কর্তার কাছে,
জবাব চাইলে কি করে দেবো - জবাব কি আমাদের আছে ?


** এই কবিতাটি প্রিয়কবি আরশাদ ইমাম মহোদয়কে উত্সর্গ করছি।