হিন্দু মোধ-বৈশ্য পরিবার - নগর পোরবন্দর,
পিতা করমচাঁদ - ছিলেন পোরবন্দরের দেওয়ান,
পুতলিবাই মাতা তাঁহার জন্মদায়িনী ছিলেন,
জন্ম মোহনদাস গান্ধী'র - ১৮৬৯ সালের ২রা অক্টোবর।


শুরু করেন মায়ের সাথে - আত্মশুদ্ধির জন্য উপবাস,
ধার্মিক মাতা পুতলিবাই - রক্ষনশীল পরিবার,
কথিত, সন্তান জনমের পর -প্রথন তিনজন মাতা মারা যান তাঁহার,
নিরামিষ ভোজন, জীবের প্রতি অহিংসা এসব কৈশোরেই প্রকাশ।


ত্রয়োদশ বত্সরে কস্তুরবার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ,
চার সন্তান তাঁহার - হরিলাল, মনিলাল, রামদাস, আর দেবদাস,
ভাবনগরের কলেজ শ্যামলদাস - সেথা হতে করেন ম্যাট্রিকুলেশন পাশ,
পিতার নির্দেশে বিলেত গমন অষ্টাদশে - আইন শিক্ষালাভে হন সমৃদ্ধ।


মান্য করে চলবেন হিন্দু আদর্শ আর নৈতিকতা,
মায়ের কাছে শপথ করেন - স্পর্শ করবেন না মদ আর আমিষ ভোজন,
জীবন শুরু উচ্ছৃঙ্খলতাহীন আর হিন্দু নৈতিক উপদেশ পালন,
কৈশোরে শিক্ষা শুরু - বিভিন্ন ধর্মাবলম্বী ও সম্প্রদায়ের পারস্পরিক সহিষ্ণুতা।


করেছিলেন বহু পুস্তক অধ্যয়ন  - বিভিন্ন ভাষায় করেন জ্ঞানার্জন,
পাঠ্য তালিকায় পবিত্র ধর্মপুস্তক - ভগবত গীতা, বাইবেল আর কোরান,
প্রতিষ্ঠা করেন অহিংস মতবাদ আর  প্রেম ভাবনার দর্শন,
ভ্রাতৃত্বের বন্ধনে থাকুক - বৌদ্ধ, খ্রীষ্টান, হিন্দু, মুসলমান।


ডান্ডি লবন আন্দোলনের অন্যতম চালিকা শক্তি,
স্বাধীনতা - অধিকার পাওয়ার আন্দোলনের অন্যতম অনুপ্রেরণা,
বাপু নামে পরিচিত তুমি মহাত্মা, কর্মজীবনের ইতিহাস জানা,
তোমার নাম স্মরণে অনুভুতি - সবার জাগে হৃদয়ে ভক্তি।


স্বাধীনতা আন্দোলনের অগ্রগামী ব্যক্তিদের অন্যতম একজন,
ভারতবর্ষের প্রধান রাজনীতিবিদ, প্রভাভশালী আধ্যাত্মিক নেতা,
ব্রিটিশ বিতাড়ন আর সত্যাগ্রহ আন্দোলনের প্রতিষ্ঠাতা,
বাপুজি লহ শ্রদ্ধাঞ্জলি, শতকোটি প্রনাম, আজ তোমার শুভ জন্মদিন ।

* কবিতার অন্ত্যমিল  - ক ঘ খ গ
** এই প্রকার অন্ত্যমিলে আমি শিক্ষানবিশ, ভুল হলে শুধরে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
*** এই কবিতাটি আমার স্বর্গীয় পিতা স্বাধীনতা সংগ্রামী  সুবোধচন্দ্র ও স্বর্গীয়া মাতা ভগবতী দেবীর শ্রীচরণকমলতলে শ্রদ্ধা অর্পণ করলাম ।