দেখতে সে ভীষণ কালো,
ভীষণ, ভীষণ...... কুচকুচে কালো,
চোখে ভালো দেখতে পায়না,
ভালো বলতে পারেনা,
অপরকে দু:খ দিতে জানে না,
অপমান করে না,
এমনকি সে ভালো করে চলতে পারেনা।


মনটা তার খুব সুন্দর,
ঝলমল করে সারাদিন রোদ্দুর,
ভালবাসে সবাইকে, কাউকে ব্যথা দেয়না,
অপরের দু:খ বোঝে তাই কটু কথা বলেনা,
সকল কাজে পটু, তাই কষ্ট হয়না,
হাসাতে জানে - কাঁদাতে পারে না।


কবিতা - আমার সন্তান,
ন্যায় নিষ্ঠা সততা প্রতীয়মান,
নেই বিষন্নতা নেই অভিমান।
আমার সন্তানের অন্ধকার ভালো,
সরলতায় জীবন আলো।


* এই কবিতাটি প্রিয়কবি শ্রী অজিতেশ নাগ মহোদয়কে উত্সর্গ করছি।