ভুবনেশ্বরী মাতা তব, পিতা জগন্নাথ,
গরিবের ঘরে জনম তোমার, হে মেঘনাথ ।
বিদ্যা-বুদ্ধিতে প্রখর তুমি, ক্ষিপ্র ছিলে কাজে,
জনম হয় যখন, আলো আসেনি এ সমাজে ।
ধন্য তোমার পিতামাতা, ধন্য পৃথিবীবাসী,
ফিজিক্স বিজ্ঞানী তুমি, ধরার পূর্নিমার-শশী ।
৬ই অক্টোবর (১৮৯৩) – তোমার শুভ জন্মদিন,
ফিরে এসো, দেখব তোমায় - এই ধরায় একদিন ।
আজও তোমায় মনে রেখেছে - এই পৃথিবীর সবাই,
পরমশ্রদ্ধায় তোমায় শতকোটি প্রনাম জানাই।


*বিজ্ঞানী মেঘনাদ সাহার জন্ম ১৮৯৩ সালের ৬ অক্টোবর ঢাকার কাছে শ্যাওড়াতলী গ্রামে। অর্থাভাবে বহুপ্রতিকূলতার মাঝে তিনি ঢাকা কলেজিয়েট স্কুলে তার স্কুল শিক্ষা সম্পন্ন করেন এবং পরে ঢাকা কলেজে অধ্যায়ন করেন। তিনি কলকাতা প্রেসিডেন্সী কলেজে সত্যেন্দ্রনাথ বসু ও প্রশান্ত চন্দ্র মহালনবিশের সহপাঠী এবং আচার্য জগদীশ চন্দ্র বসু ও আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ছাত্র ছিলেন। তাঁর প্রতি হৃদয়ের গভীর স্থল হতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি।


** গতকাল ব্যস্ত থাকায় কবিতাটি পোস্ট করতে পারিনি, পাঠকবর্গ নিজগুনে ক্ষমা করিবেন - এই প্রার্থনা করি।