এদিক ওদিক না বেড়িয়ে - করছ ভালো উপার্জন,
পিতামাতার প্রতিবেশীর এইভাবে - করো কষ্ট নিবারণ,
ভালো লাগলো শুনে ভায়া - করেছ শুরু নতুন ব্যবসা,
তোমরা সব যুবক ছেলে - এ যুগের আশা ভরসা।


তা, একটু শুনি ভায়া - তোমাদের ব্যবসাটা কী,
এসব ক্ষেত্রে লাগে শুনি - লগ্নি, পরিশ্রম আর ঝুঁকি।
লাভের অঙ্কে ছাপিয়ে যেও - টাটা, গোয়েঙ্কা, আম্বানী,
বাবু বলে বলবে তোমায় - থাকলে পকেটে মানি।

শোনার আগে বলো দাদা - এসব কাউকে বলবে না,
তাহলে আমি শোনাবো তোমায় - দুনিয়ার আজব ঘটনা।
সুন্দরী দেখে পটাই প্রেমে - কাউকে বলি না,
প্রতিবেশীতো বহুদূর - আত্মীয়কে ও ছাড়িনা।


প্রথমে ওদের ফাঁসিয়ে প্রেমে - পয়সা গয়না হাতাই,
অর্থ সম্মান ধ্বংস করে - দিল্লী চালান দেই।
সেখানে আছে আমাদের -  দালালচক্র সক্রিয়,
রূপের গুনে, লাখ-লাখ ব্যবসা - পুলিশ থাকে নিস্ক্রিয়।


এদের ওদের দিয়ে থুয়ে - মাসে পঞ্চাশ তো আসে,
কষ্টে সৃষ্টে চলেনা আর - আমার সংসার এখন হাসে।
গত মাসে প্রতিবেশীর মেয়েটা - নামটা ছিল যার চম্পা,
তিন লাখে চালান করেছি - দেখিয়ে বাঁকুড়ার রনপা।


ও ভায়া, করছ কি ! - এসব তো নোংরা কাজ,
অসম্মান আর হিংসা বাড়বে - দুষিত হবে সমাজ।
কাজ করো, শোনো কথা -  আমার লক্ষ্মীসোনা,
বন্ধ করো নোংরা কাজ -  এসব আর করোনা।
  
লাখের অঙ্ক জলে দিয়ে - তোমার কথা শুনি,
মাসকাওয়ারী হফ্তা না পেলে - পুলিশ ধরবে এখুনি,
আমায় এতো দিওনা জ্ঞান - এসব ফোকটে নেই না,
পকেটে আমার হাজারের নোট্ - থাকলে দিতাম চার আনা।