হামাগুড়ি দিয়ে চলে মাত্র,
দাদা দিদিদের কাছে হাঁটা শেখার ছাত্র,
খেলবে তাই, দিদিদের কাছে রেখে,
মা গেছে জল আনতে কলসি কাঁখে।


হাঁটি হাঁটি পা পা করে,
কখন চলে গেছে পুকুর পাড়ে,
খেলার হৈ হৈ আনন্দে সবাই মত্ত,
তখন শিশু কোথায় - কেউ না জানতো।


মায়ের চোখ রাঙানিতে সবার মনে পড়ে,
ভাই কোথায় ! এইতো ছিল এখুনি পুকুর পাড়ে,
খোঁজাখুঁজিতে সবাই ব্যস্ত,
হাঁক ডাকে উত্তাল, পাড়া সমস্ত।


এদিকে খোঁজে, ওদিকে খোঁজে,
যায়না পাওয়া, ব্যস্ত সবাই খোঁজার কাজে,
কেউ একজন বলে  - ওই যে কী দেখা যায় পুকুরে,
গ্রামের উদ্যমী জনকয়েক লাফিয়ে জলে পড়ে।


খেয়েছে অনেক জল - পাড়ে নিয়ে এলো তাকে,
বদ্যি এসে -   বের করে জল পেট থেকে,
ভাগ্য ভালো, বেঁচে গেলো সে যাত্রায়,
ছেলে হারানোর যন্ত্রনা কমলো মায়ের - শিশুর কান্নায়।


চারিদিকে আজ কাটাকাটি-হানাহানি,
চলছে খুন - সন্ত্রাস, ধর্ষণ - রাহাজানি,
পট পাল্টেছে, দেশমাতৃকা কাঁদছে এখনও প্রতি মাত্রায়,
থামাতে হবে সকলের প্রচেষ্টায়, সমাজ থেকে এ যাত্রায়।