ঘুষখোর জুয়াচোর -
নেশাখোর গুলিখোর,
জালিয়াত শতাব্দীর -
সমাজের মহাচোর।


ঘুষ ছাড়া মন্ডা মিঠাই -
অফিস বাবু খাবে কী !  
কালো টাকা - যদি না রাখে !
ডাক্তার মহাশয় পাবে কী ?


ডাক্তার ইঞ্জিনীয়ার নোটের জোরে -
ভালো মরে - মন্দ উড়ে,
মজুর মুটে খেটে মরে -
নোটের জোরে ট্যালেন্ট হারে।


কালো টাকায় ভরছে দেশ -
নিষ্ঠা নীতি করছে শেষ।
স্বজন পোষণে লালসা বাড়ে -
টাকার লোভই সব ধ্বংস করে।


রাষ্ট্রনেতা দেখাবে রাস্তা -
জালি বেরোবে বস্তা বস্তা,
সোনার টাকায় সিম কার্ড,
পকেট ভর্তি - ইনফো বার্ড।


সমাজ থাকবে টিভির পাশে -
রাজকোষ ভরবে টেবিলে বসে,
সেটটপ বক্সে আছে সিম -
খবর পাঠাবে মহাভীম।


আর হবেনা জুয়াচুরি -
ধরা পড়বে ভুরি ভুরি,
নীতির জোরে সাদাগিরি -
কমবে এবার ঘুষখোরী।


এমন রাষ্ট্রনেতা আসবে কবে -
দেশ সমাজ তাহলে সুখী হবে,
জালিয়াত নেতা আর ঘুষখোর -
এক-এক করে জেলে যাবে।  


ঘুষখোর মুর্দাবাদ !