কত জায়গায় আড্ডা, ভালোবাসা -
মেলা, নাচ, গান, মহৌৎসব,
এটি আর  নয় কোনো -
এক জনগোষ্ঠির নিজস্ব উৎসব।
দীন-দরিদ্র, উচ-নীচ, ভেদাভেদহীন -
সকল ক্ষেত্রে নতুন আশা,
বৈশাখের আগমনে সকলের হৃদয়ে -
জাগায় আনন্দ আর ভালোবাসা।

লক্ষ কোটি বাঙালি -
আজ রয়েছে সারা বিশ্বে,
আজ এ উৎসব সবার -
সবাই একসঙ্গে সব দেশে।
হাজার বছরের বাঙ্গালীর -
সাংস্কৃতিক ইতিহাস,
হৃদয়ে রোপন আদর্শ, প্রেরণা -
আর ভালোবাসার চাষ।


কত মানুষ থাকে গ্রামে -
শহরে, দেশে-বিদেশে,
সবাই চায় পহেলা বৈশাখ -
যেন তাড়াতাড়ি আসে।
বাংলার বর্ষবরণ -
অসাম্প্রদায়িক, সর্বজনীন,
ভৌগলিক সীমারেখা ছাড়িয়ে -
এখন বিশ্বজনীন।