দরোয়ান
---জাহিদ হাসান__


আমার ঘরের কলিং বেলে
টিপেনা কেউ আস্তে—ধীরে
টিপে সবাই গায়ের জোরে
যে যত বার পারে
আমি এক দারোয়ান “ভাই”
গেটে দেই পাহারা
সারা রাত্রী জেগে জেগে
হই দিশাহারা
কর্ম শেষে ক্লাš— হয়ে
ঘুমাই একটু খানি
এর ভিতরেও কেউবা এসে
করে চেচাঁমেচি।


কত রুক্ষ, তিক্ষ্ণ, নগ্ন ব্যাবহার
দিবেনা কেউ একটি পয়সাঁ
কাজ না করলে জানি
বিধাতার এ ‘ভাগ্য ভেবে
ঝড়াই চোখের পানি
বছর শেষে ঘুরে আসে
ঈদের দিন, আর কোরবানী
ধুয়ে মুছে যায় মোর
সকল কস্ট, ক্লান্ত, গ্লানি
সফল হবো আমিও, একদিন
মনে মনে ভাবি