ও আকাশ কালো মেঘে ঢাকো কেন মুখ?
জানো তখন আমার কষ্টে ফেটে যায় বুক?

কেন তুমি এই কালো রূপ কর গো ধারণ?
রোদের সাথে ঝগড়াই কি একমাত্র কারণ?

মাঝে মাঝে হঠাৎ করেই কাঁদো কেন অত?
তোমার মনেও কি কষ্ট আছে আমারি মত?

---------------------
২৪/০৬/২০২০ইং.
সকাল-৬.০০মি.
নারায়ণগঞ্জ।