বাস্তব জীবনে অনেক কিছুই চিনেছি-
শুধু চিনতে পারলামনা মানুষের মন,
যা আকাশের মতই রং বদলায় ক্ষনে ক্ষনে।
এর মাঝেই লুকিয়ে থাকে কষ্ট আর কষ্ট।
কোন কিছু হারালে খুঁজে পাওয়া যায়-
কিন্তু মন হারালে আর খুঁজে পাওয়া যায়না।
দুনিয়ার যেকোন জিনিস বদলাতে সময় লাগে হয়তো কিছুটা বা বহু সময়-
কিন্তু মানুষ বদলাতে এক মূহুর্ত লাগেনা।
কথায় বলে-মানুষ মরে গেলে পঁচে যায়,
বেঁচে থাকলে বদলায়,
কারনে অকারনে বদলায়,
সকালে বিকেলে বদলায়,
সবই বহুরূপী মনের অভিরুচি।
যাক যে যার মত,আমি আমার মত।
এভাবেই আমার সুখ,বিধাতা খুশী হয়ে যা কিছুই দেয় তাতেই আমি খুশী।
সবার মনটাই বহুরূপী হতে পারে,
আমার মনটাতো আর বহুরূপী নয়।
যে আমাকে ভালবাসবে মন থেকে,
তাকে আমি অন্তর থেকেই ভালবাসবো।

××××××××××××××××××××××××××××××

বিঃদ্রঃ-আজ মনটা অনেক খারাপ,
কিছু লিখতে পারলামনা,কয়েকটা মনের সত্যি কথা লিখলাম,কারো সাথে মিললে ক্ষমা করবেন,কেহ কষ্ট নিবেন না।