চোখ এমন একটি আয়না যেখানে-
মনের গভীরতাও দেখা যায়,
চোখের চাহোনীটা যদি মায়াবী হয়-
মন সুখ পায় অবলীলায়।
চোখের দৃষ্টিতে জীবন এলোমেলো হয়,
হতে পারে জয় নয়তো পরাজয়।
চোখেতে সৌন্দর্য অনুভব করা যায়,
আবার সব সৌন্দর্য ম্লান হয়ে যায়।