ঐ যে দূর আকাশে নীল পরীদের দেশ,
মনের সুখে পেখম মেলে হই নিরুদ্দেশ।
নীল আকাশে রিমিঝিমি বৃষ্টি নামে যখন,
ডানা দিয়ে রংধনু বানাই আনন্দে তখন।