রাজার প্রিয় রাজ্য যখন ফুলে পরিপূর্ণ
তখনি জারজ ভ্রমরের নজর পড়ল,
ফুলে বাগান ধ্বংস করতে হল মরিয়া
রাজার বিরুদ্ধে চক্রান্ত শুরু করল।
মানুষরূপী কিছু জানোয়ারের দল তারা
ভাবলো ভয়ংকর ষড়যন্ত্রের ছলে,
প্রিয় রাজাকে স্বপ্নের রাজ্য থেকে সরিয়ে
সকল প্রজাকে নেবে তাদের দলে।
সকল ষড়যন্ত্রকারী জারজের প্রধানরা ছিল
রাজার বিশ্বাসী মানুষরূপী কিছু শয়তান,
সৎ নির্ভীক রাজা যাদের কে বিশ্বাস করে
রাজ্যের গুরুত্বপূর্ণ পদে দিয়েছিল স্থান।


  
                       চলবে-------------