শিশির ভেজা আমার সকাল
ছবি আঁকার খাতায়,
তোমার সকাল তন্দ্রা চোখে
ফেসবুকের ওই পাতায়।


তোমার দুপুর ব্যস্ত ভীষণ
হাজার রকম কাজে,
আমার দুপুর তোমার নূপুর
আমার বুুকে বাজে!


আমার বিকেল ধূলায় মাখা
ক্রিকেট খেলার মাঠ,
তোমার বিকেল কলসি কাঁকে
কাঁসাই নদীর ঘাট।


সন্ধ্যাবেলায় আমি যখন
মায়ের কুঁরেঘরে,
তোমার তথন কার্টুন চ্যানেল
অট্টালিকার পরে।


ক্লান্ত রাতে তুমি যখন
ঘুমপরীদের দেশে,
আমি তথন মাকে খুঁজি
হাজার তারার দেশে!!