নিকোনো উঠোনে শোভা পায় তুলসীমঞ্চ
বেড়ে ওঠে তুলসী- নিরন্তর যত্নে।
প্রকৃতির আপন খেয়ালে বেড়ে ওঠে অটবি।
বন সৃজন হয়ে চলে শহরের কেন্দ্রস্থলে
সুনিপুণ পরিকল্পনায় – নিখুঁত সাজানো।


ঈষার স্পর্শ আশা করে না আস্তাকুঁড়ের মাটি
উচ্ছিষ্টেই গড়ে ওঠে আগাছার জঙ্গল
মশা মাছি আর ইঁদুরের সঙ্গে।
সদা আশঙ্কায় – উৎপাটনের।
প্রাণপণে আঁকড়ে রয়েছে বাঁচার শেষ অবলম্বনটিকে
পরিত্যক্তা নবজাতকটির মতো।