যতদূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়
ন্যাড়া পাহাড়ের গায়ে বরফের সাদা আল্পনা
এঁকে বেঁকে পথ চলেছে
রুক্ষ পাহাড়ের কোমরে ভর করে
অনেক নিচে- বয়ে চলেছে খরস্রোতা
চরম শীতলতায় মুড়ে রয়েছে চারপাশ
জীবনটাকে চালু রাখার জন্যে
একটু পানীয় জল বা, সামান্য খাবার জোগাড় করতে
হিমশিম খেতে হয়, এখানকার মানুষজনের
ধূসর প্রকৃতিও যেন চায় না
সভ্য মানুষ ভাগ বসাক তার নিজস্ব এই সাম্রাজ্যটিতে
সভ্যতার নিদর্শন বলতে ঝোলানো একটা সেতু
একমাত্র যোগসূত্র রচনাকারী
এরই মাঝে নীচ থেকে উঠে আসছে
স্কুল ব্যাগ পিঠে করে এক কিশোরী
সভ্যতার ধারক ও বাহক হয়ে-