সকাল থেকেই রোদের ঝাঁঝটা মালুম হচ্ছে
কেমন থম মেরে আছে চারদিকটা।
রোদের ভয়ে বাতাসও বাইরে বেরুতে ভয় পেয়েছে।
যতদূর চোখ যায়- ফুটিফাটা হয়ে গেছে মাঠ।
বোশেখের রোদ্দুরে একটাও লোক চলছে না রাস্তায়
হালদারদের নেড়ি কুকুরটা এত বড় জিভ বার করে হাঁপাচ্ছে।
আমি বসে আছি তোমার আসার অপেক্ষায়-
অনেক অপেক্ষার অবসানে তুমি এলে।
প্রয়োজনের কথাটুকু বলেই তুমি চলে গেলে।
চারদিকের পাঁশুটে রঙ মনটাকে কেমন বিমর্ষ করে তোলে
আমার যে কত কিছু বলার ছিলো তোমায়-
সেগুলো বড়ো খোঁচা দিচ্ছে বুকের ঠিক মধ্যিখানে
হোক না সেগুলো যতই অপ্রয়োজনীয়-