“কাঞ্চনা,
-আমি তোমার জন্য কাঞ্চনজঙ্ঘার মাথা থেকে কাঞ্চনফুল এনে দিতে পারি।
এনে দিতে পারি আষাঢ়ের সব কালো তোমার ওই আলুলায়িত কুন্তলে”।
          
            -গল্পের গরু গাছে-  
  
-“তোমার কাঞ্চনা আজ কুন্তলহীনা কৃষ্ণা – কর্কট দংশনে”।  
-“তবুও তুমিই আমার কাঞ্চনা-আমি এখনো তোমায় ছাড়া”-
-“তোমার সোহাগ ভরা ভালোবাসা আমায় এখনো”-


         -গাছে ভালবাসার পাখী-
         -পাখী আশায় বাঁধে বুক-