হাড় হিম করা শীত
কুৎসিত কুনো ব্যাঙের মতো ঠায় বসে আছে ঘাপটি মেরে
হাজার তাড়ালেও নড়ে না...  
তবু,
আর একটু অপেক্ষা...
বসন্ত দরজায় কড়া নাড়লো বলে!  


ম্যাড়ম্যাড়ে দিনের আলোও
অপেক্ষার...এক পশলার পর  
সাতরঙা রামধনু হয়ে আকাশের কোণে!


আবরণহীন সত্যকেও অসুন্দর বলে মনে হয়।  


অসুন্দরের মাঝেও এতো সুন্দর লুকিয়ে ছিলো!
ভাগ্যিস! তোমায় ছেড়ে চলে যাই নি!