( আন্তরিক কৃতজ্ঞতা স্বীকার করছি প্রিয় কবি  রহমান মুজিবের নিকট। এই কবিতার বিষয় হয়তো আমার।  কিন্তু, ছন্দ একেবারেই ঠিক ছিল না। এখন কবিতাটি পূর্ণতা পেল কবির  আন্তরিক ভালোবাসায়।  কবিতাটির বর্তমান  সুন্দর রূপের পূর্ণ কৃতিত্ব তাঁরই। এ ব্যাপারে আমি তাঁর কাছে ঋণী রইলাম।  আর একটা কথা, এই ঘটনা আরো একবার প্রমাণ করল যে আমরা এই আসরে বাস করি একই পরিবারের সদস্যের মতো। )


কাঁচা লঙ্কা রঙে সবুজ লাল হয়ে যায় পাকায়  
                   বর্ণ দেখে  
                  চিনি একে  
ঝাল যা ছিল কাঁচাকালে ঠিক রয়ে যায় পাকায়।          
                মানুষের চরিত্র
                কত যে বিচিত্র    
বর্ণচোরা গিরগিটি রং ক্ষণে ক্ষণে পাল্টায়!