একজন গর্ভবতী মা যেমন বুঝতে পারে
প্রতিদিন একটু একটু করে, ওজন বাড়িয়ে ভ্রূণটা বদলে যাচ্ছে  
একটু একটু করে জানান দিচ্ছে-তার অস্তিত্ব
শরীরের মধ্যে অন্য শরীরের; শিশু হয়ে ওঠার পূর্ণতার।  
আমার তেমন, প্রতিদিনকার প্রতিক্ষণের একটু একটু করে ভালোলাগা  
তোমার প্রতি, তোমায় আঁকড়ে ধরে বদলে যাচ্ছে ভালোবাসায়।
তীব্র ভালোবাসার আবেগটা বোঝাতে পারছি না তোমায়
হয়তো বা, বুঝেও বুঝতে চাইছো না তুমিও!
খারাপ লাগাটা তাই, বেড়েই চলেছে
নিজেকে ফাঁকি দেওয়ার সবরকম চেষ্টাও ব্যর্থ হল
একদিন তাই, বিদায় চাইলাম তোমার কাছ থেকে, “তবে আসি বলে-”
তোমায় যে ভুলে গেলাম- তা কিন্তু নয়
ভান করলাম, তোমায় ভুলে গেছি বলে।
তাকিয়ে আছি তোমার দিকেই-
তবে, অভিনয় করছি যেন তাকিয়ে আছি মেঝের দিকে  
মনে মনে চাই, ভালো থাকো তুমি
তবে, সে কথা আর শোনাবো না কোনোদিনও  
ভালোবেসে যাবো তোমায়-
তবে, দূর থেকে-তোমায় না জানিয়েই।