দৌড়... দৌড়... আর দৌড়
পাশাপাশি হাত ধরাধরি করে নয়
সব্বাইকে পেছনে ফেলে দিয়ে
প্রতিযোগিতায় প্রথম হওয়ার
দৌড়।


আজ আমার মাথায় বিজয়ীর শিরোপা।


ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলার কেউ নেই আর-পেছনে।
এবার, একটু জিরোবার সময়
একটু হাত পা ছড়িয়ে গল্প করার।
গল্প...
সামনে- পেছনে- পাশে
কেউ নেই আমার।  
একা
আমি।
এক্কেবারে - শুধু  একা
একক – নিঃসঙ্গ - একাকী।