যাযাবর তো ছিলামই আমরা!  
বেশ সবাই মিলে তাঁবু ফেলে ফেলে
এখান থেকে ওখানে... ওখান থেকে সেখানে...  
কোত্থাও নাড়া বাঁধা নেই! বেশ ভাসতে ভাসতে...
এ দেশ থেকে ও দেশে! ও দেশ থেকে সে দেশে!  
কেন যে থিতু হওয়া!
কেন যে বেঁধে ফেলা! পরিবারের মায়ায় আর ভালোবাসায়...  
জীবিকার প্রয়োজন বড় নির্মম আর কঠিন
কখনো সে গড়ে তোলে চাষের অভ্যেসে
কখনো বা আবার... ভবঘুরে...
ভবঘুরে হয়েই বাস করি আমরা, আলাদা আলাদা
বিচ্ছিন্ন ব-দ্বীপে। স্রেফ জীবিকার প্রয়োজনে    
কোলকাতায় বাবা... মা শিলিগুড়ি... আর আমি... মুম্বইয়ে।      
শুধু, পরিবারের টানটার জন্যেই বড়ো কষ্ট! বড়ো যন্ত্রণা!  
বছরের আর পাঁচটা একঘেয়ে আর ক্লান্তিকর দিনের মতোই মনে হয়
সারা বছরের অপেক্ষায় থাকা... নিজের জন্মদিনটাকেও!