ষোড়শী এক মেয়ে
চলে নেচে গেয়ে।
ময়নামতির শাড়ী
চুড়ি বেলোয়ারি।
নূপুরের ছন্দ
মনের আনন্দ।
দুলায়ে সে বেণী
চলে যেনও ফণী।
তালপুকুরের ধারে
দুষ্টুমি চেপে ধরে।
তবু, হলো না লিচু পাড়া
নচ্ছার মালীটা যে দিল তাড়া।


খুলে গেল বেণী
বাতাসে যে তুমি
জড়াইলে কেশ
অনুভবে বেশ!
বেণুকার সুর
বড়ই মধুর।
কাননের ফুল আনি
গাঁথিল যে মালাখানি
সঁপিবারে চায়
তোমার ওই পায়।