শীতের শিরশিরানিটা নেই আর
তবু, বসন্ত আসেনি। এখনকার মতো তখনও...  
শাখায় শাখায় মঞ্জরী আসেনি
তবে, ভেতরে ভেতরে খুশির প্রস্তুতি।
তুমি তখন ক্লাস নাইন
লোহার জানালার ওপারে, বিনুনি দুটো দুলিয়ে; খাটের ‘পরে বসে  
ইতিহাসের পাতায়...আমায় খুঁজছিলে!  
শীতের পরেই বসন্ত আসে না সবসময়
পশ্চিমী ঝঞ্ঝায় আবহাওয়ার হঠাৎ পরিবর্তন
সাজানো বাগান এলোমেলো।
জীবন মানে-যদি একটু একটু করে ভরে ওঠা হয়  
একটু একটু করে ফুরিয়ে যাওয়াও তো, জীবনের আর একটা পিঠ।  
চাঁদের এ পিঠ জ্যোৎস্নায় মাখামাখি
ওপিঠটা তো কেউ দেখে নি!
সারাটা জীবন গেল কপাল চাপড়াতে চাপড়াতে...  
আর একবার এসো না! চেষ্টা করি বদলানোর; পোড়া কপালটাকেই।