সব ধরনের ফুল
একরকম মাটিতে ফোটে না    
পারিজাত কেবল স্বর্গেই
আর, অনাদরে অবহেলায়; পাঁকের বুকে পদ্ম!    
তবু, অজ্ঞাত কুলশীল জ্বলজ্বল করে আকাশে
মাটির বুকের একই রস পান করে
বেড়ে ওঠে সব গাছই  
তবু, ক’জনেই বা মিষ্টি ফল দিতে পারলো!  
প্রথম আলোর পরশ পেল পুব  
তবু,পশ্চিমের পৃথিবীটাই বেশি ঝলমলে
অন্ধকারের বুকে আলো বড়ো মিঠে হয়ে আসে
আর, সবচেয়ে মিঠে আমার মায়ের মুখের ভাষা  
পৃথিবীতে মায়ের ভাষাতেই তো সবাই কথা বলে
তবে, হাসতে হাসতে মরতে পারি; শুধু আমরাই।