উজ্জ্বল গোলাপ হোক বা স্নিগ্ধ মল্লিকা
বর্ণময়ী টিউলিপও হার মানে
সুন্দরতায়- তোমার মুখের কাছে।
স্বর্গের নন্দনকাননের পারিজাতও পারে না।
আকাশের লাবণ্যময়ী পূর্ণচন্দ্রও
লাবণ্যে পিছিয়ে থাকে-দুকদম।
“শ্রাবস্তীর কারুকার্য”ও ওতটা
সুষমামণ্ডিত নয়!
তবে কেন আমার প্রাণ ওষ্ঠাগত
তোমার মুখ ঝামটায়?