(আসরের শ্রদ্ধেয় কবি প্রনব মজুমদারকে উৎসর্গ করে রচিত  ‘নামকরণ’ রচনাটি)  

সময় অনন্ত; অন্তহীন আকাশ...
আমার যে বেলা পড়ে এলো!
মানুষ আসে; যেতেও হয়
নামটুকু রয়ে যায়
হয়তো বা
ভালোবাসায় আদরে
নয়তো বা
অবহেলায় অপমানে অনাদরে...


নামেই পরিচয় জীবন জুড়ে-
অবিনাশী নাম
জীবনেরও পরে
অন্তহীন অনন্ত আকাশে...
হয়তো বা
ভালোবাসায় আদরে
নয়তো বা
অবহেলায় অপমানে অনাদরে...