অগ্ন্যুৎপাতের আগুনটা নিভে গেলেও
গরম লাভা স্রোত বয়ে চলেছে নীরবে  
রক্তক্ষরণ বন্ধ হয়ে গেলেও
নোনা রক্তরস জানান দিচ্ছে অবিরত; তুমি ছিলে ওইখানটাতেই।    
যাবো বলে বেরিয়েছিলাম; যেতে পারি নি  
ফিরবো বলে ফিরেওছিলাম; তবু হল না ফেরা    
ফেরার রাস্তা তো আগেই বন্ধ করেছি, নিজের হাতেই  
অদৃশ্য বেড়ি আটকে রাখে লক্ষ্মণরেখার সীমানায়!
বড়ো অভিমানে
প্রত্যাঘাত প্রতিক্ষণে
জানি না, কেমন আছো তুমি?  
যেখানেই থাকো; ভালো থেকো।